এস ইউ আহমেদ
করোনা এসেছে হায় !
নিদারুন চিন্তা মাথায়,
আপনজনও চিনতে চায় না
হয়ে নিরূপায়।
করোনা আসলে ঘরে,
সবাই কাপে থরে থরে;
কে কোথায় পালাবে খোঁজে
যাওয়ার তো নেই উপায়।
জানলে করোনার খবর,
তাকে এড়িয়ে চলে সবাই
পুলিশের হাতে দিয়ে যেন
মুক্ত হতে চায়।
আক্রান্ত হৃদয়ের চাপা কান্না
কাউকে বুঝানো যায় না,
সবাই যায় যে দূরে চলে
নি:সঙ্গ একা পরে রয়।
খাওয়া দাওয়ায় মন বসে না
সদা কাটে চিন্তায়,
ঘুম নিন্দ্রা হারিয়ে গেলো
চৌদ্দ দিন গুনতে সময়।
জীবিত মানুষ মৃত্যুর আশে
প্রহর গুনে একা বসে,
নিয়ম মেনে চলতে চায়
যদি বেঁচে যায়!
মাপ করো ওহে খোদা
ঈমান এনেছি মোরা
ইবাদতের শক্তি দাও
জাতিকে সঠিক পথ দেখাও।
—
মোঃ শাহাবউদ্দিন আহমেদ,
জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার),
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট।