মাসুম বিল্লাহ্ ।।
আমি বৈষয়িক চিন্তা চেতনে আচ্ছন্ন হয়ে প্রচ্ছন্ন মরিচিকা মাড়াই,
আমি অন্ধকার সরোবরে সাঁতার কেঁটে সাফল্য হাতড়ে বেড়াই ৷
আমি আমার আমিতে আমিত্ব দেখিনা কবিত্ব হয়ে যায় লিন,
নদীর মনে নদী বয়ে চলে কেঁটে যায় অকর্মা দিন৷
আমি ক্লান্ত মহাক্লান্ত উদভ্রান্ত দন্তহীন এক সিংহ,
আর কত মুখে তালা মারবো চুপ করে রইবো ওদের করিবো সমীহ?
আমি আলস্য আঁকড়ে ধরি, ভয়ে ভয়ে মরি অন্তরে সুপ্ত অগ্নিস্ফুলিঙ্গ,
উতলা বাতাস ছড়িয়েছে অন্তর পোড়া ছাই হবে না কি তোমাদের মোহ ভঙ্গ?
এসো তুনীরে তীর গাঁথি লক্ষ্য ভেদ করি জালিমের টুটি,
এসো মৃত্যু উপত্যকা পার হয়ে লক্ষ্যপানে ছুটি৷
দেখ ঊষা লগনে ডাকছে নুতন সূর্যের হাক,
আলোর আলিঙ্গনে সকল জড়তা কেঁটে যাক৷
এসো সালাম জাব্বার রফিকের মতো স্বৈরাচার নিপাতে দুর্নিবার আওয়াজ তুলি,
এসো অকুতোভয় বীরশ্রেষ্ঠের মতো বুক পেতে নেই অজস্র গুলি৷
এসো স্বাধীনতার অমীয় সূধা পানে নীল আকাশের হংস হই,
এসো আর একবার রাজপথে নামি গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস হই৷