এ. এম. আবদুল জাহের ।।
দেখিনি আমি ৫২’র ভাষা আন্দোলন
দেখিনি আমি ৬৯’র গণ অভ্যুত্থান,
দেখিনি আমি ৭০’র নির্বাচন।
দেখেছি আমি নিরাপদ সড়কের পানে
কোটা সংস্কার আন্দোলনে
দিয়েছে আমার ভাইয়ের প্রাণ।
দেখিনি আমি ৬৫’র পাক-ভারত যুদ্ধ
দেখেছি আমরা বাঙালি
ছাত্র-জনতার রক্তাক্ত রাজপথ
স্বজনহারা মানুষগুলো আজ বাকরুদ্ধ।
তবে যে নিতে হবে দীপ্ত শপথ,
অপশক্তির বেড়াজালে জাতি কী অবরুদ্ধ ?
দেখিনি আমি ৭১’র স্বাধীনতা যুদ্ধ
দেখেছি আমরা বাঙালি
স্বাধীনভাবে বেঁচে থাকার রক্তক্ষয়ী আন্দোলন
একুশ শতাব্দীর সুবর্ণজয়ন্তী-তে কেন ?
রাজপথে—নিথর দেহে, নেই যে ওদের প্রাণ,
স্বাধীন দেশে তবে কী মোরা অভিবাসী-পরাধীন।
এ. এম. আবদুল জাহের
শিক্ষক ও লেখক, হিজলা, বরিশাল।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
