পাখিরা

নয়ন আহমেদ ।।
পাখিরা মুখস্থ করেছে আকাশ।
ঢেউদোলা গুনগুন
সবুজ উত্তাপ
আর বাতাসের কানাকানি
আর ডানায় বেঁধেছে সহস্র উচ্ছ্বাস।
ধাতব বর্ণপাঠে মন নেই তার।
আকাশলিপিতে লিখছে যাপনের কলা; বিদ্যা বিদ্যা ভোর।
তার পাঠশালা দেখে মুগ্ধ হয়েছি।
আমি পাখিদের ডানাভরা পাঠে মন দেবো।

আরো পড়ুন

কৃষকের ঈদ : প্রাসঙ্গিক ভাবনা

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর ।। মুসলমানদের প্রধান আনন্দ ও খুশির উৎসব হচ্ছে ঈদের দিন। ঈদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *