কাজী আল-মাহমুদ
.
পথ সেতো বিস্তীর্ন
দূর হতে দূরে আমি হেটেছি,
হেটে হেটে চলে এসেছি অনেকটা পথ,
তবুও হয়নি তোমার সাথে হেটে চলা,
হাজারো ক্রোশ অতিক্রম করেও
পাইনি তোমার সান্নিধ্য।
যেন চিরচেনা সমান্তরাল রেল লাইন।
হাজারো লক্ষ ক্রোশ অতিক্রান্ত তবুও
ছুতে পারিনি সামান্য সময়ের জন্য।
আমার অনেক স্বাধ…
হেটে হেটে ক্লান্ত আমি,
অবশেষে পাবো তোমার পথের দেখা!
তুমি সেই চির সবুজ স্নিগ্ধতা,
আমায় ছুঁয়ে দেবে -শান্তিময় সতেজতা।
সুধাবে – এতোদিন কোথায় ছিলেম?
তুমিও কি ছিলে প্রতিক্ষায়?
তুমিও কি কাটিয়েছ বিনিদ্র রাত?
দেখেছ বুড়ো রাত কিভাবে হারায়
একটি একটি করে তারার পিদিম?
তুমি কি দেখেছ কিভাবে একটা দিন
রাতের কাছে সপে দেয় তার সমস্ততা?
তুমিও কি এক একটি সময়ের কাঁটায়
অশ্রুর সুতো আর কষ্টের সুঁচ দিয়ে
তৈরি করেছ কোনো নকশি কাঁথা?
তুমিও কি বসেছিলে মরা নদীর
ধূ ধূ মরুকাময় বেদে ঘাটে?
তুমিও কি ছিলে প্রতিক্ষায়?
ঝাপসা চোখ বুজে আসে শেষে।
ক্লান্তিতে বিস্তীর্ন পথের মতো অবসর
শেষাব্দি তোমার দেখাতো পেলাম,
এবার ঘুমাবো শান্তিতে।