প্রভুকে চিনেছি প্রকৃতির মাঝে

মোহাম্মদ নুরুল্লাহ ।।

শূন্য এবং মহাশূন্য
আঁধারের হাতছানি,
এক এ তে নূরের ঝলকানি।
ব্ল্যাকহোল আর নক্ষত্রপুঞ্জ
আলোহীন এক বিশ্ব।
আলোই শক্তি তা আবারও প্রমাণিত হলো–
এক আল্লাহর তাওহীদ বাণী।
যতোই ভাবি এসব নিয়ে:
ততোই আল্লাহ্কে চিনতে পারি সহজে।
এই নীলাকাশ, চাঁদ , সুরুজ ,মেঘরাশি
মশগুল সদা তাছবীহ জপে।
সিজদায় অবনত সৃষ্টি কুলের সবি।
কেবল নাফরমান:
জ্বীন আর ইনছান।
মুত্তাকীদের ক্বলব সদা জারী জিকিররত
শুকনো জিহ্বা।
তারাগুলো কত সুন্দর সাজানো!
পৃথিবীর প্রতিটি ইঞ্চি সুশোভিত।
যতোই এসব ভাবি, ততোই প্রভুকে সহজে চিনতে পারি।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *