মোহাম্মদ নূরুল্লাহ ।।
তুমি খালিক, তুমি মালিক
তুমি আমার রব।
তোমায় আমি ভুলি কী করে
তুমি আমার সব।
তুমি আমার অন্তর্যামী
তুমি আমার সব।
তুমি খালিক তুমি মালিক
তুমি আমার রব।
তুমি ছাত্তার, তুমি গাফ্ফার
তুমি যে মাতীন।
তুমি ছাড়া আমি যে,
সঙ্গী-সাথিহীন।
তুমি রাহমান তুমি রাহীম, তুমি রাব্বুল আলামীন।
তুমি আমায় ক্ষমা করো, ওগো গাফুরুর রাহীম
তুমি খালিক তুমি মালিক
তুমি আমার রব।
তুমি ক্বাদীর তুমি ক্বাহ্হার
তুমি আহ্কামুল হাকিমীন।
তুমি আমায় গোনাহ্মুক্ত করো
ওগো রাহ্মানুর রাহীম।
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক
এর উছিলায় লেখক পাঠক সবাইকে ক্ষমা করে দিন।