সঞ্জীব দে
।।
দেখেছি কত নগর শহর
ঘুরেছি অনেক গ্রাম
কোথাও আমি পাইনি খুঁজে
আমার ভোলার সমান ।
পলি মাটির উর্বর ভোলা
হরেক ফসলে ঠাসা
এই মাটিতে জন্ম নিয়েছি
বুনেছি স্বপ্ন আশা ।
আমার জেলা পান সুপারির
আবাদে সবার সেরা
ইলিশের ঝাঁক নির্ভয়ে থাকে
স্বাদে গন্ধেও ঘেরা ।
খেজুরের গুড় মহিষের দই
টাটকা সতেজ মধু
ধানের গন্ধে ইন্দ্রিয় জাগে
রূপের সেকি যাদু ।
মানুষেরা কতো সহজ সরল
একে অন্যের আপন
মায়ের হাতের পরশে মোড়া
কি অপরূপ যতন ।
আমার ভোলা ছোট্ট জেলা
তবুও হৃদয়ে মস্ত
সম্পদ তাঁর সম্ভারে অতি
রূপে গুনে প্রশস্ত ।
বহমান নদী স্নিগ্ধ আবেশ
শান বাঁধানো ঘাট
শাপলা সালুক হরদম মেলে
শস্যে পূর্ন মাঠ ।
নদীর বুকে রাতের ভোলা
স্বর্গের রঙে সাজে
পাখিদের ডাক শিয়ালের হাঁক
অহরহ কানে বাজে ।
এমন শান্তি কোথায় পাবো
কোন হাটে বাজারে
কিসের টানে থাকবো বল
আমার ভোলা ছেড়ে !
মরবো আমি এই ভোলাতে
রইবো মাটির অঙ্গে
দেখবে এসো রূপসী ভোলা
একটাই এই বঙ্গে ।
সঞ্জীব দে
Email: [email protected]
Phone: 01710512705
খুব সুন্দর কবিতা