নিহার বিন্দু বিশ্বাস :
কবিদের নয়ন যায় সুন্দরের সাধনায়
দৃষ্টিভঙ্গি বদলায় মুক্তকণ্ঠ মোহনায়
রাধাতে করিয়া ধ্যান ইশ্বর বাসনায়
পুলকিতো চেতনা লেখালেখি কামনায়।
চন্ডিদাসের কৃষ্ণ যখন রাধাসক্ত হয়
চম্পামুকুলেরে বলেছিলো চাপাকলি গন্ধহীন রয় ;
বিকশিত হলে তবে সুরভিতময়।
সুন্দরের পূর্ণায়তনে কবির লোভাতুর চোখ!
কখনো কখনো আটকে যায় শৈল্পিক দাঁড়ি কমায় ;
শ্যামা সংগীতের অনিন্দ্যসুন্দরে শিহরিত মন
জ্বলে ওঠে ভালোবাসার উজ্জ্বল দোকানে।
দুর্গম পথোযাত্রায় অভিসারে যায়
হৃদয়ের উত্তাপে পদ্মদুটি কবিতার সেমিকোলন পায় ;
তবু দেখি, জ্ঞানদাস নারীপ্রেমে যৌবন করে খয়।
নিহার বিন্দু বিশ্বাস
কবি ও শিক্ষক