বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

ফিলিস্তিন

নয়ন আহমেদ
.
রোদের আছে সার্বভৌম উৎসব।
ফরশা করে গুচ্ছ গুচ্ছ সবুজ অনুভব।
তার আছে একরঙা জামা; লাল।
সে মাধ্যমিকে পড়ে।
.
সে নিবিড় হইচই আনে।
রাত ভেঙে পড়ে; ভোর হয়।
স্নিগ্ধ হাসিতে পার্থিবতা ঝনঝন করে।
.
এখনও রাত আছে কোথাও কোথাও।
ডাকে না পাখি; কোকিলের কুহু কুহু ধ্বনি নেই।
বসন্ত আসে না।
.
আমার নাতনিকে চুমু খেতে খেতে দেখলাম
ফাল্গুন এসেছে।
হাসছে খটখট শব্দ করে।
.
প্রিয় ফিলিস্তিন, শিগগিরই লাল জামার মতোন
রোদ আসছে।
.
২৯ বৈশাখ, ১৪২৮
১২ মে, ২০২১

আরো পড়ুন

গণতন্ত্র এবং জাতীয়তাবাদের অতন্ত্র প্রহরী বিএনপি

প্রফেসর ড. মো. মামুন অর রশিদ ।। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ববাংলায় গণহত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *