বন্ধু

মোহাম্মদ নোমান ।।
.
বন্ধু হলো এমন একজন,
বৃষ্টির সময় ছাতা;
বন্ধু হলো শীতের মৌসুমে,
যেনো গরম কাঁথা।
.
তোমার কষ্টে দিশেহারা,
অনুভবে ব্যাথা!
বন্ধু তুমি তাকেই বলো,
যাকে পাবে যথাতথা।।
.
বন্ধু হলো অনুভূতির নাম ,
অনুভবে অব্যাক্ত কথা;
তোমার জন্য সুখ দুঃখে,
পেতে দিবে মাথা।
.
বন্ধু হলো বেহায়ার মতো,
উপস্থিতি অযথা;
দস্যুর মতো ছিনিয়ে খাবে,
দেখিয়ে মমতা।।
.
প্রকৃত বন্ধু তাকে বলবে,
থাকে যদি সততা!
এমন বন্ধুতে জীবন বাজী,
গড়ে তোলো সখ্যতা।।
.
মোহাম্মদ নোমান
সহকারী শিক্ষক,
টবগী রাস্তার মাথা শরিফিয়া দাখিল মাদ্রাসা,
বোরহানউদ্দিন, ভোলা।
মোবাইলঃ 01712883801

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *