বরিশালের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মুক্তবুলির লেখক আবদুল জাহের আকন

মুক্তবুলি প্রতিবেদক।।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ বরিশাল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন মুক্তবুলির সেরা লেখক মোহাম্মদ আবদুল জাহের আকন। তিনি বরিশালের হিজলা উপজেলার সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন তিনি।
ইতিপূর্বে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৭, ২০১৮ এবং ২০২৩ খ্রি. হিজলা উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ এবং ২০১৮ খ্রি. উপজেলা ‘শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক’ নির্বাচিত হয়েছেন ।
‘মুক্তবুলি’ ম্যাগাজিনের লেখক হিসেবে ২০২০ সালে তিনি মুক্তবুলি সেরা লেখক সম্মাননা সনদ অর্জন করেন। মোহাম্মদ আবদুল জাহের আকন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি গ্রামের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা ।

আরো পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে: তাপস

মুক্তবুলি প্রতিবেদক ।। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *