মুক্তবুলি প্রতিবেদক ।।
শেরে বাংলা একে ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিন জাহান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরচিালক গৌতম বাড়ই’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মরিয়ম বেগম। মুখ্য আলোচক ছিলেন গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন শিকদার। আলোচনা করেন সরকারি বিএম কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম.এম তারিকুজ্জামান।
সমাপনী বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো. আহছান উল্লাহ।