আযাদ আলাউদ্দীন ।।
বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর ২০২১ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নুরনবী এবং সহকারী পরিচালক হয়েছেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থী মাহাথির মহিউদ্দিন। শিশু বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহিদ হাসান, সংগীত পরিচালক মাহাদী হাসান ফয়সাল, কিশোর বিভাগের পরিচালক মোঃ তাওহীদুল ইসলাম, ক্বিরাত বিভাগের পরিচালক হাফেজ আউয়াল ইসলাম এবং আবৃত্তি ও চিত্রাঙ্কন পরিচালক মাহমুদুল্লাহ রায়হান ও নুমান বিন ইউসুফ।
বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর অফিসে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আবু হানিফা মোহাম্মদ নোমান ও ভাইস চেয়ারম্যান মোঃ শাহজালাল।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

Sukran