জাহিদ বিন হিকমত:
মানব রচিত মতের পাগল বাংলার তরুন-যুবা,
ভীন দেশীদের কালচারে হয়ো না পাগলপারা।
আধুনিকতার নামে অসভ্যতাকে করো না আলিঙ্গন,
ইজ্জত-আব্রু সম্মান বিনষ্ঠের পথে হইও না আগুয়ান।
নিজেকে ভুলে স্বাধীনতার নামে হইও না মাতয়ারা,
নোংরা পথের হাতছানিতে দিওনা তোমরা সাড়া।
রক্ত প্রাণের বিসর্জনে গড়া এই বাংলার পবিত্র অঙ্গন,
গাদ্দারী আর ষড়যন্ত্র করে করো না তাকে খন্ডন।
অপসংস্কৃতির মরণ পথে নিজেকে দিওনা ঠেলে,
যৌবনের বলে বলিয়ান হয়ে যেওনা অমানুষের দলে।
আত্মতৃপ্তি আর স্বার্থ হাসিলে বর্বরতাকে করো না চুম্বন,
স্বাধীনতার নামে নিজ ঐতিহ্যকে দিওনা বিসর্জন।
যিনা ব্যবিচারে লিপ্ত হয়ে ডেকোনা নিজের পথন,
অভিষপ্ত জীবনে করো না প্রবেশ ভেঙ্গোনা তনু মন।
পাগলের মত আত্মহারা হয়ে নিজেকে করো না উপস্থাপন,
অসভ্য কৃষ্টি-কালচার কখনো করো না উদযাপন।
জাহিদ বিন হিকমত :
সালমান প্লাজা, শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন,
শ্যামপুর, কদমতলী, ঢাকা-১২০৪
আমার এই কবিতাটি মুক্তবুলিতে স্থান দেওয়ায় মুক্তবুলির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ভালবাসা রইলো। জাযাকাল্লাহ…