বাংলাবিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

মুক্তবুলি প্রতিবেদক ।।
সরকারি ব্রজমোহন কলেজ বাংলাবিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ০৭ এপ্রিল শুক্রবার বিকেলে বরিশাল নগরীর ‘গার্ডেন ইন রেস্তোরাঁ’য় অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল ওয়াদুদ নোমান ও সদস্য ইব্রাহিম পাভেলের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু। সদস্য সচিব আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. খা. মো. আবদুর রব।

বিশেষ অতিথি ছিলেন বাংলাবিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর নুসরত জাহান, সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, প্রফেসর জাহান আরা বেগম, প্রফেসর সুলতানা বেগম ও অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি ব্রজমোহন কলেজ বাংলাবিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদশা, বড়ইয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গাজী জসিম উদ্দিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, মুন্সী এনাম, প্রচার সম্পাদক এম সাইফুল্লাহ, মো. রিয়াজ প্রমুখ।

স্মৃতিচারণ করেন মরহুম আবদুল ওয়াদুদ নোমানের ছোট বোন বরিশাল নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শাহেদা আক্তার।

ইফতার মাহফিলে আগত সকল শিক্ষক ও শিক্ষার্থীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

আরো পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে: তাপস

মুক্তবুলি প্রতিবেদক ।। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *