বাংলা আমার

কামরুন্নাহার
বাংলা আমার প্রথম বুলি বাংলা প্রানের সুর
বাংলা আমার সকাল বিকাল রাত শেষে ভোর।
বাংলায় আমি পড়ি লিখি বাংলায় গায় গান
বাংলায় লেখা চিঠি খানি জুড়ায় মায়ের প্রান।

বাংলায় দেখি, বাংলায় চিনি
বাংলায় পারি জেনে নিতে সব
বাংলায় আমি স্বপন দেখি
বাংলায় শুনি পাখির কলরব।
বাংলায় বলি কতো কথা
সুধায় মনের যতো ব্যাথা।

বাংলা আমার স্বাধীনতা
মলিন হয়েছে যতো পরাধীনতা।
বাংলায় কতো খেয়েছি হোচট
বাংলায় শিখেছি চলিতে পথ
বাংলায় দেখেছি বিশ্ব জগত
বাংলায় নিয়েছি তাইতো শপথ।

বাংলায় খেলেছি বাংলায় দোলেছি
বাংলায় পেয়েছি শান্তি।
বাংলা মায়ের মুখ দেখে তাই কেটে যায় সকল ক্লান্তি।
দেখিনি আমি ৫২ এর ভাষা আন্দোলন
তবে পেয়েছি স্বাদ বাংলার
তাই তোমাদের জানাই স্বশ্রদ্ধ অভিনন্দন।
পড়েছি বাংলায়, জেনেছি বাংলায়
তোমাদের আত্মত্যাগ আর অবদান
শহিদ হয়ে ও আজ এনে দিয়েছ আন্তর্জাতিক সম্মান।

কি করে বল ভুলিব তোমাদের
ভুলা কি এতই সহজ?
মিশে আছো যে কন্ঠে মোদের
ভুলবনা আজীবন তোমাদের।

আরো পড়ুন

কৃষকের ঈদ : প্রাসঙ্গিক ভাবনা

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর ।। মুসলমানদের প্রধান আনন্দ ও খুশির উৎসব হচ্ছে ঈদের দিন। ঈদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *