বাঙালি কবি নিশিকান্ত রায় চৌধুরী

মুক্তবুলি ডেস্ক ||

নিশিকান্ত রায় চৌধুরী ( জন্ম- ২৪ শে মার্চ ১৯০৯ – মৃত্যু ২০ শে মে ১৯৭৩) এক বাঙালি কবি ।

জন্ম ও শিক্ষা জীবন

কবির ছোটবেলা অতিবাহিত হয় শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে । ১৯৩৪ সালে চলে আসেন পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমে এবং সেখানে বাস করতে থাকেন।

সাহিত্য জীবন

অকৃতদার ছিলেন নিশিকান্ত । আশ্রমে অধ্যাত্মসাধনার সাথে কাব্যসাধনা করতেন। ১৯৩৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘অলকানন্দা’ প্রকাশিত হয়

উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থগুলি হল –

পঁচিশ প্রদীপ
ভোরের পাখি
দিনের সূর্য
বৈজয়ন্তী
বন্দে মাতরম
নবদীপন
দিগন্ত

মৃত্যু
কবি ১৯৭৩ খ্রিষ্টাব্দের ২০ শে মে প্রয়াত হন।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *