সুলতানা রাজিয়া তুলি:
বাবার হাতেই হাতে খড়ি,
হাত ধরে স্কুল।
সময় মত পড়তে বসাতে,
হয়নি কখনো ভুল।
ন্যায় অন্যায় সত্য মিথ্যা,
বাবার কাছেই শিখি-
সবাইকে দেও সমান সম্মান-
ধনী, গরীব, দুঃখী।
অনেক বড় হয়ে গেছি,
আছে বাবার দোয়া।
বাবা মানে ভালোবাসা,
মমতা আর মায়া।
মিতব্যায়ী ছিলেন বাবা
ছোয়নি লোভ পাপ,
সুখে দুঃখে মুখে হাসি
নেই তো অনুতাপ।
আজকে আমি কর্মজীবী,
বাড়ির বাইরে থাকি।
নিরাপদে প্রিয় সন্তান,
বাবার ছায়ায় রাখি।
৭৫ বছর বয়স বাবার,
শক্ত আছেন বেশ।
সন্ধ্যে হলেই নাতি নাতনিদের-
পড়াতে নাই ক্লেশ।
এমন একজন বাবা পেয়ে
আমার জীবন ধন্য ।
হাজার হাজার বাবার মাঝে-
আমার বাবা অনন্য।
সুলতানা রাজিয়া তুলি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
সদর, বরিশাল।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

খুব ভালো লাগলো
এমন একজন কলিগ পেয়ে
আমাদের জীবন ধন্য।
হাজাব বাবার মাঝে
তার বাবা অনন্য।
অনেক ভালো হয়েছে
এক কথায় অনবদ্য