মুক্তবুলি প্রতিবেদক ।।
সরকারি ব্রজমোহন কলেজ বাংলাবিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৩ ডিসেম্বর শুক্রবার বিএম কলেজ বাংলা বিভাগের ৫০ বছর ও প্রাক্তন শিক্ষার্থীদের ‘পুনর্মিলনী’ শেষে ২৫ ডিসেম্বর রোববার এই কমিটি প্রকাশ করা হয়।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির উপদেষ্টা হিসেবে বাংলা বিভাগের সকল শিক্ষক ছাড়াও বিভিন্ন শিক্ষাবর্ষ থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে রয়েছেন- প্রফেসর মো. আবদুর রহিম, সৈয়দ মো. আলমগীর ফিরোজ, প্রফেসর জাহান আরা বেগম, প্রফেসর সুলতানা বেগম, আবদুল ওয়াদুদ নোমান, আনিসুর রহমান খান স্বপন, বেগম ফয়জুন নাহার শেলী, প্রফেসর বিমল চক্রবর্তী, অধ্যাপক অশোক দাস, মো. মোজাম্মেল হক ফিরোজ, রথিন বড়াল, নজমুল হোসেন আকাশ, কামরুন নাহার মুন্নি, রমেন চন্দ্র দেবনাথ ও উপাধ্যক্ষ গাজী জসিম উদ্দিন।
কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ১৯৭৪-৭৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। সহসভাপতি হয়েছেন ৭ জন, জ্যেষ্ঠতার আলোকে তারা হলেন অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, অধ্যাপক মো. আবু জাফর, অ্যাডভোকেট নিজামুল হক নিজাম, কবি নয়ন আহমেদ, এইচ এম শামীম আহমেদ, শিল্পী এজাজ হোসেন খান ও সৈয়দা ফাতেমা মমতাজ মলি।
সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের মোঃ মিজানুর রহমান বাদশা। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মোহাম্মদ আবুল খায়ের, মুন্সী এনাম ও রিয়াজুর রহমান। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক আযাদ আলাউদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদুল হাসান রাসেল।
কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সাগর, সহকোষাধ্যক্ষ ব্যাংকার খৈয়াম আজাদ, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি পথিক মোস্তফা, সহশিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, প্রচার সম্পাদক ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের এম. সাইফুল্লাহ, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক মো. শাহেদ, সহদপ্তর সম্পাদক শিরিন সুলতানা, আইসিটি সম্পাদক মো. মিজানুর রহমান প্রিন্স (এম. আর. প্রিন্স), সহআইসিটি সম্পাদক মো. গোলাম সরোয়ার, ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার হোসেন নাঈম, সহক্রীড়া সম্পাদক আমান উল্লাহ হৃদয়, সমাজসেবা সম্পাদক আবদুর রব রুম্মান, সহসমাজসেবা সম্পাদক লোকমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস জাহান (সোনামনি আজাদ), সহমহিলা বিষয়ক সম্পাদক জাহিদা আক্তার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসরিন হেনা, সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমাদুল হক, পাঠাগার সম্পাদক মোর্শেদা শ্রাবণী, সহপাঠাগার সম্পাদক রাজিব তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন রাজন, সহআন্তর্জাতিক সম্পাদক আবদুল আজিজ।
১৫ জন নির্বাহী সদস্য হলেন যথাক্রমে- মাহমুদা বেগম মনু, অ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, আবদুল বাছেত, নিহার বিন্দু বিশ্বাস, মো. জুন্নু রায়হান রাজা, শামীমা সুলতানা কিরণ, বীথি রেখা, তারিকুল ইসলাম দিদার, মো. জাকির হোসাইন (১৯৯৬-৯৭) আবু সালেহ মুসা, জাকির হোসাইন (১৯৯৮-৯৯), সাইফুন নাহার মিতু, আবদুর রহিম নোমান, ওসি সাঈদ আহমেদ ও জাফর ইকবাল।
এ কমিটির অনুমোদন প্রক্রিয়া কি। কারা কমিটি গঠন করলেন। ইতিপূর্বে এর কোন আলোচনা হয়েছে কি? বিস্তারিত জানলে ভালো হতো
কমিটির সকল সদস্যকে অভিনন্দন। ধন্যবাদ বিএম কলেজ বাংলাবিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে।