মোহাম্মদ নূরুল্লাহ্ :
বিজয়, বিজয়,বিজয়
কারো নাম নয়।
রক্তস্নান করে মোরা
এনেছি এ জয়।
নয় কারো উপঢৌকন ,
ত্যাগের ভাস্বর জ্বালিয়ে,
এনেছি বিজয়।
দিয়েছি অগণন প্রাণ,
যার হিসেব দেয়া ভার।
পথে, ঘাটে, বিলে, খালে
পেয়েছি মাথার খুলি।
অসহায়ত্বের বোঝা নিয়ে
কত যে সধবা হয়েছে বিধবা
রাতারাতি।
পিতৃহারা হয়েছে কত সন্তান,
কে রেখেছে খোঁজ।
বিজয় এসেছে যাদের ত্যাগে
তাঁদের স্মরণ করবো রোজ।
শুধু ষোলোই ডিসেম্বর নয়–
সারা বছর জুড়ে।
বিজয়ের কথা মনে করে,
সম্মান করবো ভক্তি ভরে।
যুদ্ধফেরত গাজী কিবা শহিদের তরে।
তাতেই হবে জয়, প্রকৃত বিজয়।