নিহার বিন্দু বিশ্বাস:
বৃষ্টির ডামাডোল নিস্তেজ পরিবেশ
জলের ফুলকি উচ্ছল ফোয়ারা
ঘাসগুলো নিরুপায় প্রশ্বাসে নাভিশ্বাস
পিচঢালারাস্তা একবুক হাঁটু জল
শরতের রূপ দেখে ফসলের কষ্ট
এ কী হলো!হায় হায়! কর্ষণ নিরাসক্ত
লাউশাক লালশাক থানকুনি যতোসব
দেশজভেশজ মরে মুখে তবু নেই রব
মাঠের মুখ চিত হয়ে জল খায়
হাবুডুবু কোলাহল নাকডুবে জলতল
পাখিরা ঘুমহীন বাসা ছেড়ে যায়
কোন দূরে থাকে পাখি জানাি না নিশ্চয়
পানের বরজে দেখি পুইশাক দোলে
পানপাতা খর খায় নিজরূপ ভোলে
ডানা উড়া সুখপাখির নেই আপন গতি
অতিবর্ষণ মন ভাঙে কাজে নেই মতি
জলের উদরে চুলকায় ব্যথানাশক ঘুম
বৃষ্টিরা ডানা মেলে খায় মিশরীয় চুম
কাশফুল জলেডুব শুধু নাক শ্বাস নেয়
বাস্তবতা মানভাঙা ছাদ ভেঙে ডুব দেয়।
নিহার বিন্দু বিশ্বাস
কবি ও শিক্ষক
Good post.❤️❤️❤️❤️
ধন্যবাদ সম্পাদক আযাদ আলাউদ্দীন