হারুন আল রাশিদ
বৃষ্টি এসে সৃষ্টিকে দেয় নাড়া,
বৃষ্টি এলে পাই না কাজের তাড়া,
ঝমঝমিয়ে বৃষ্টি যখন নামে-
কর্মমুখর মানুষগুলো হাত গুটিয়ে থামে।
এই শহরের গুলিস্তানে বৃষ্টি নামে কাল,
দেখতে পেলাম দুখিজনের বিপর্যস্ত হাল!
ওসমানী উদ্যানে যে সব ছিন্নমূলের বাস,
কে পরালো ওদের গলায় নিষ্ঠুরতার ফাঁস?
বৃষ্টি নামে ভরদুপুরে-বৃষ্টি নামে রাতে,
বৃষ্টি এসে দেয় অনেকের-
ছাই ছিটিয়ে পাতে।
স্বল্প পুঁজির পশরা নিয়ে ফুটপাতে রোজ বসে-
জীবন খাতায় আয় ও ব্যয়ের হিসেব-নিকেশ কষে,
তাদের কাছে বৃষ্টি যেনো আতঙ্কের-ই ছাপ,
কষ্টগুলো বৃষ্টি এলে খুলতে থাকে ঝাপ।
বৃষ্টি এসে সৃষ্টিকে দেয় নাড়া,
বৃষ্টি এলে গজায় গাছের চারা,
আবার যখন উল্টোদিকে চাই-
দুঃখ ছাড়া সুখের কিছুই নাই।