বৈশাখী মেলা

বিজন বেপারী
.
বছর ঘুরে আবার এলো
বৈশাখী ঐ মেলা,
আবাল বৃদ্ধ মিলবে সবে
জমবে দারুন খেলা।
.
খোকা কিনবে খেলনা বন্দুক
খুকি গলার মালা,
মা কিনবে আলতা সিঁদুর
সাথে বাদাম ভাজা।
.
রঙের সাথে রং মিলিয়ে
উড়ছে কত বেলুন!
শখের হাঁড়ি টেপা পুতুল
যেন কত নতুন।
.
নাগর দোলার দোলনা খেতে
কত মজার স্মৃতি,
কেউ কাঁদে কেউ হাসে
পুতুল নাচের কীর্তি।
.
সন্ধ্যা বেলায় বাড়ি ফেরা
সাঙ্গ হলে মেলা,
কারো হাতে ফুট-তরমুজ
মন্ডা-মিঠাই-গজা।
.
ঝালকাঠি, বরিশাল।

Check Also

কবি ফররুখ আহমদ মানবতার কল্যাণে সাহিত্য রচনা করেছেন

মুক্তবুলি প্রতিবেদক।। বরিশালে কবি ফররুখ আহমদ স্মরণসন্ধ্যায় আলোচকরা বলেছেন, কবি ফররুখ আহমদ সমগ্র মানবতার কল্যাণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *