মাছ

নয়ন আহমেদ

.
কে সাঁতার কাটে এমন উৎসাহে !
কার এত জারুল ফুলের উৎসব !
মনযমুনায় এত আনন্দ মন্থন !
কেন এত বিবাহিত অধ্যয়ন !
.
হৃদয় বুঝি এক অচেনা মাছ !
.
হে অধীত জীবন,
হে সোনালি শুশ্রূষা,
অমাকে অভ্যাসরঞ্জিত কিছু সাঁতার উপঢৌকন দাও ।
.
২২ জ্যৈষ্ঠ ১৪২৭
৫ জুন ২০২০

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

One comment

  1. চমৎকা। নতুনত্ব উপমায়, রূপক ব্যবহারে। শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *