প্রদীপ মিত্র দীপ
.
মানচিত্র ছিবরে খাওয়ার তোমাদের এই উৎসব আর কত দীর্ঘ হবে ?
লাল সবুজকে তোমরা সীমাবদ্ধ করেছ
স্রেফ মূল্যহীন এক টুকরো বস্ত্রে।
স্বাধীনতা আজ তোমাদের কাছে আত্মসমর্পিত।
তোমরা যা পাচ্ছ তাই গিলছ,
তোমাদের উদর পুর্তি আপাতত সম্ভাবনাহীন।
সর্বভূক তোমাদের কবে অরুচি হবে এর পানে তাকিয়ে অভূক্ত কোটি প্রাণ?
.
তোমরা কলুষিত করছ আজ তোমাদের মাকে,
কাম আর ক্রোধের স্থায়ী আবাস এখন তোমাদের গহীনে।
ভেবে দেখ, মানুষের অবয়বের ভেতরে কাকে লালন করছ তোমরা?
উর্বর ভূমিতে তোমরা আবাদ করে চলেছ বীভৎস কাটাগাছ।
সর্বত্রই আজ তাদের সগৌরব চোখ রাঙানি,
তোমরা অবিরত হরণ করছ সাধারণের আস্থা আর বিশ্বাস।
ক্ষতবিক্ষত মানচিত্রের বুকে এখন বিপন্ন তোমাদের অস্তিত্ব।
ফিরে চাও আবারও একটি বার তোমাদের মাড়িয়ে আসা পথ পানে।
মনে পড়বে তোমাদেরও রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস।
চেয়ে দেখ, বাংলার হৃদয় মাঠখানি এখনও রঞ্জিত লাখো বীর শহীদের তাজা রক্তে।
তোমাদের দেহেও বইছে লাল সবুজের তীব্র স্রোত।
আবার ফেরো তোমাদের অস্তিত্বে,
সমুন্নত করো তোমাদের স্বাধীনতা।
.
০২.১০.২০২০
বরিশাল।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

Excellent
দারুন হয়েছে
অসাধারন লেখা
আপনার কবিতায় যে দেশপ্রেম ফুটে উঠেছে তা আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করবে।
অসাধারন
অনেক সুন্দর হয়েছে স্যার
চালিয়ে যেতে হবে অবিরাম। সাফল্য যে অপেক্ষা করছে অবিরত।
DARUN
DARUN Hoica ….
Very good my friend.
অসাধারণ আপনার লেখার প্রতিভা।
Excellent friend
Thnxx
অসাধারণ স্যার ❤️❤️