প্রদীপ মিত্র দীপ
.
খুব ভোরে ঘুম ভেঙে হঠাৎ দেখা,
বার্তা হাতে দুয়ারে দাঁড়ায়ে দূত।
তাড়া আছে ! যেতে হবে এখনই,
এক মানবিক পৃথিবীর আহবান।
প্রশ্নরাও আজ বড় ভাবনায়…….
.
দীন হীন এক স্বপ্নবাজ।
ঘাসফুলের সৌন্দর্যে যার এত আনন্দ,
পথের মাঝেই যার সুখ অন্বেষণ,
চোখ জুড়ে তার সবুজ অরণ্য,
অন্তরে সোদা মাটির টান,
তাকেই হতে হবে
নগর জীবনে মানবিকতার ফেরিওয়ালা ?
.
আধুনিক ব্যবস্থাপনায় সে বড় বেমানান।
যদিও ‘মানবিকতা’ চিরন্তন।
তাকে সঙ্গী করে অচিন নগরে হারিয়ে যাবে
এ ভয়টুকু অন্তত নেই স্বপ্নবাজের।
তার নির্মোহ প্রার্থিত এক চিলতে দ্বিধাহীন সুখ,
অবসন্ন ক্লান্ত দু’চোখে নাগরিক হাসি মুখ।
.
নগরে যখন আবার ফিরবে বসন্ত,
দিকে দিকে ধ্বনিত হবে মানবিক মন্ত্র।
স্বপ্নবাজ আবার হারাবে প্রকৃতির শীতল ছায়ায়,
যেথায় মায়ের আঁচল বিছানো পরম মমতায়।
.
পলিটেকনিক রোড, বরিশাল
অদৃশ্য একজন দূত কে দেখেছিলাম সেই 2002 সালের ৮ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল 5:30…….. খুব খুব কাছ থেকে………
দেখেছিলাম একজন দুত আমার মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে…..
সেই দুতেরও খুব তাড়া ছিল তার আহ্বানে আমার মা সাড়া দিয়েছিল……!!!!
সত্যি বলছি….. আমি দেখেছি…..!!!!!
লেখাগুলো হৃদয় স্পর্শ করে যায়, পড়তে খুব খুব ভালো লাগে…..
এক কথায় দারুন……!!!!!
Darun hoica
অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ