হিমাদ্রী রেহান
গড়ে ওঠা নগরের ক্ষয়ে যাওয়া রাত,
অচেতন চেতনায় ডুবে থাকা চাঁদ ;
ছয়কোনা দেয়ালের আজিব ফানুস,,
গড়ে দিয়ে মরে যায় জ্যান্ত মানুষ!!
রঙ মাখা মুখোশের আড়ালে মন।
হৃদয়ের কাছে তবু নয়তো আপন।
অভিলাষী নগরের পরিযায়ী পাখি
আকাশ ছুয়েই নিজ ভুলে থাকি
বিবেকের ঘুম পেলে পশুরা জাগে,
নিশাচর ভাবে, কেউ দ্যাখেনা তাকে!
অমাবস্যা মেঘ চুমে, জেগে থাকে রাত ;
স্বপ্নেরা ডুবে যায় পাড়ানো ঘুমে ।
আমি তুমি অহমিকা বুকেতে লালন,
মানুষ হইনি যেন, মানুষ এমন।
বুকের গহীনে রেখে সৃজনী আলো
মেঘে ঢাকা তাঁরা তবু লাগে ভালো?
ভালোবেসে বাড়ানো একখানি হাত,
নিয়তির কাছ থেকে আনবে প্রভাত।