মাফ কর, মাফ কর মোরে

মাসুদ রানা

এই মধুর দিন-খনে
নামাজ কালাম পাঠ করে,
থাকি যে তোমার পনে
আল্লাহ্ রেখ মোরে হেপাযাতে |
নবী তোমার পথ ধরে
চলি যেন সংগোপনে,
পাই যেন তোমার দিধার মরন কালে,
আশায় আশায় বাধি বাশা
ওগো মোর রাসুল,আল্লাহ্ |
পাপী আমি এই জগতে
থাকি আমি তোমার পথের পানে,
কবে পাব মাফিরাত?
দিব পারি পৌছিরাত।
তোমার দিধার লাভের আশায়
কাটাই আমি দিব – রাত্রি
আয়নার মত স্বচ্ছ করি
কলব খানি মোর |
দিন যায় রাত আসে
গ্লোব ধাঁধার জীবন খানি
যাদি আছে আল্লাহ্,রাসুল
কেটে যাবে সকল গ্লানি।
ওগো আল্লাহ্ করি এই দোওয়া
থাকে যেন মোর পাশে
নবীদের সরদার।
কবর পানের প্রশ্নের উওর
করেদিও সহজ মোরে,
ভয় যেন না পাই শেথা
থাকে যেন নবী মোর পাশে।
দোযকের আগুন যেন
না হি পাই ভাগ্যে,
পারি যেন সে কাজ করতে
জান্নাতের যাওয়ার তরে।
আগুনের তাপ না হি পারি সইতে
মরনের পরে বল কি করে জ্বলবো তাতে
আল্লাহ্ মাফ কর,মাফ কর মোরে।
যত শাস্তি দিও এই জগতে সান্তিতে
রেখ মরনের পরে,
মরনের তরে থাকে যেন
মুখে কালিমার ধ্বনি।
কর কবুল এই এক
খানি দোওয়া মোর।
হে রাব্বুল আল-আমিন

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *