নজরুল ইসলাম :
আকাশ থেকে বৃষ্টি ঝরে
করে টাপুর টুপুর,
খুকিরা যায় মামা বাড়ি
পায়ে দিয়ে নুপুর।
মামা খালা খুশি সবাই
খুশি নানা নানি,
খোকা খুকুর খুশির খবর
হল জানা জানি।
মামা বাড়ির গাছে গাছে
ধরেছে নানান ফল,
গাছে চড়ে খাবো মোরা
সবাই মিলে চল।
পুকুর ঘাটে গিয়ে দেখে
হরেক রকম মাছ,
ষোল মাগুর টেংরা পুটি
শিং খলিশা মাছ।
মামার সাথে মার্কেটে যায়
খোকা খুকুর দল,
জামা কাপড় কিনে মামা
বলে এখন চল।
খুকু বলে মাম তুমি
খাওয়াবেনা কিছু?
মামা বলে খাবে কি
চকলেট মামা লিচু?
বেজায় খাবার তৈরী করে
নানি আরও বেশ,
মাছ গোস্তো পোলাও ফিরনি
আরও পিঠে পায়েস।
খাওয়া সেরে খোকা খুকু
ফিরে আসে বাড়ি,
স্কুলের ঐ সময় হলো
চলো তাড়াতাড়ি।
নজরুল ইসলাম।
মসজিদ বাড়ি রোড, ঝালকাঠি।