মাস্ক সমাচার

মোঃ মাহফুজ রায়হান
.
করোনার এই দুর্যোগে দেখলাম কতো সাজ
পোশাক থাকুক- নাই থাকুক লাগবে মুখে মাস্ক।
.
কেউবা আবার মাস্ক না পেয়ে হাত মুখে ধরে
পুলিশ সামনে আসলে তবে মাস্ক মুখে পরে!
.
মাস্ক এখন প্রধান ফ্যাশন লাগবে সবার সেরা,
না হয় সমাজ করবে তারে সবার সামনে জেরা।
.
জামার সাথে মিল রেখে মাস্ক কেউ বানায়
বন্ধুকে সেলফি দিয়ে বলে দেখ্ আমায় মানায়?
.
ঘরে সবার খাবার কি আছে কে রাখে তার খোঁজ
মাস্ক মুখে শহর ঘুরে ধনীরা করে ভুড়িভোজ।
.
অথচ দেখো ঘরের পাশে কাতরাচ্ছে কেউ ক্ষুধায়
একটুকরো রুটি দিয়ে কে বা তাদের ক্ষুধা মেটায়।
.
এসব দেখে করোনা এখন মিটমিটিয়ে হাসে
লোকদেখানো কাজ ছেড়ে দাড়ান ওদের পাশে
.
শারীরিক দুরত্বের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানুন,
‘মানুষ মানুষের জন্য’ এই কথাটি জানুন।
.
নিজের সামর্থ্য মতো দান করুন আপনার যা আছে
মানবতার কল্যাণে কাজ করুন যেন মানুষ বাঁচে।

২ comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *