মোঃ মাহফুজ রায়হান
.
করোনার এই দুর্যোগে দেখলাম কতো সাজ
পোশাক থাকুক- নাই থাকুক লাগবে মুখে মাস্ক।
.
কেউবা আবার মাস্ক না পেয়ে হাত মুখে ধরে
পুলিশ সামনে আসলে তবে মাস্ক মুখে পরে!
.
মাস্ক এখন প্রধান ফ্যাশন লাগবে সবার সেরা,
না হয় সমাজ করবে তারে সবার সামনে জেরা।
.
জামার সাথে মিল রেখে মাস্ক কেউ বানায়
বন্ধুকে সেলফি দিয়ে বলে দেখ্ আমায় মানায়?
.
ঘরে সবার খাবার কি আছে কে রাখে তার খোঁজ
মাস্ক মুখে শহর ঘুরে ধনীরা করে ভুড়িভোজ।
.
অথচ দেখো ঘরের পাশে কাতরাচ্ছে কেউ ক্ষুধায়
একটুকরো রুটি দিয়ে কে বা তাদের ক্ষুধা মেটায়।
.
এসব দেখে করোনা এখন মিটমিটিয়ে হাসে
লোকদেখানো কাজ ছেড়ে দাড়ান ওদের পাশে
.
শারীরিক দুরত্বের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানুন,
‘মানুষ মানুষের জন্য’ এই কথাটি জানুন।
.
নিজের সামর্থ্য মতো দান করুন আপনার যা আছে
মানবতার কল্যাণে কাজ করুন যেন মানুষ বাঁচে।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

El vostre article és bonic. Harlene Wash Weyermann
Vale la pena leggere il tuo articolo. Hadria Jabez Russon