আযাদ আলাউদ্দীন।।
বরিশাল থেকে নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্রিকা মুক্তবুলি ৩৯তম সংখ্যার (নভেম্বর-ডিসেম্বর ২০২৫) মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৮ নভেম্বর শুক্রবার রাতে রাজধানী ঢাকার পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে শব্দকুঠি সাহিত্য অঙ্গনের সাহিত্য সভায় এই মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। ২২ নভেম্বর ছিলো বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন। এ উপলক্ষে মুক্তবুলি এবারের সংখ্যায় ‘বাংলা কবিতার বিশ্বজনীন কন্ঠস্বর কবি রেজাউদ্দিন স্টালিন’ শিরোনামে প্রচ্ছদ রচনা লিখেছেন কবি রিপন শান।
‘জীবনের জন্য কবিতা’ শিরোনামে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন ও সাহিত্য আসরে সভাকবি ছিলেন সাবরিনা নিপু।
কবি রোকসানা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান, মুক্তবুলি প্রধান সম্পাদক কবি রিপন শান, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক ও মুক্তবুলি সম্পাদক আযাদ আলাউদ্দীন, মুক্তবুলি নির্বাহী সম্পাদক আরিফ রহমান, কবি ড. লিন্ডা আমিন, শরীফ খান দীপ, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ মনিরুজ্জামান, মতিয়ারা চৌধিরী শিমু, মো. খলিলুর রহমান, ইসরাত হোসেন বাবলু, মোহাম্মদ শামীম মিয়া, সুজন মাহবুব, ইশরাত শিউলী, রিনা পণ্ডিত, নাশরা জামাল জয়ন্তী, মোহাম্মদ নুরুজ্জামান, নাহিয়ান জামাল জয়িতা প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তবুলি সাহিত্য পত্রিকা এবারের সংখ্যায় কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়ে প্রচ্ছদ রচনা প্রকাশ করায় মুক্তবুলি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত কবি ও লেখকরা।
এছাড়াও উপস্থিত কবিগণ স্বরচিত লেখা পাঠ করেন, শেষে পঠিত লেখার পর্যালোচনা করা হয়।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
