বেগম ফয়জুন নাহার শেলী
অন্ধকারের অমানিশা দূর করে
তিনি এলেন
তিনি এলেন জ্যোতির্ময় রূপে।
কেঁপে উঠল
সারা বিশ্বের অশুভ শক্তির দল,
হেসে উঠলো
আলোর পিয়াসী কুলমাখলুকাত,
অবরুদ্ধ মানবতা
মুক্ত হল তাঁর আগমনী সুরে
আহলান সাহলান
বলে উঠলো মজলুমের দল
অসত্য অশুভ যত
নিজেদের কারাগারে নিজেরাই বন্দী হলো।
তিনি এলেন পিতৃহারা
হলেন মাতৃহারা, স্বদেশহারা,
হলেন মেষের রাখাল
মিশর সিরিয়া দামেস্কের সওদাগর
‘লা শরিকাল্লাহ’র সওদা লয়ে
ফেরি করলেন বিশ্বময়।
ক্ষমা ভালোবাসার সওদায় পূর্ণ হল
ইসলামের ডালি।
বিশ্ব সৃষ্টির হেতু হে আহমদ,
তোমাকে সালাম
মহান স্রষ্টার প্রিয় বন্ধু হে মোহাম্মদ,
তোমাকে সালাম
তোমার পরশে বেদুইন বর্বর আরব
পেল সত্যের দিশা
মরুর আকাশ রোশনিতে গেল ভরে
দূর হল অবিচার অমানিশা।
তোমার সত্যের আহ্বান
বিশ্ব করলো জয়
উম্মতে মোহাম্মদীর আগমনে
দূর হল সব ভয়।
আজ তোমার সেই উম্মত
হয়ে পথহারা
ভেঙ্গেছে তোমার ঐক্যের পথ
হয়েছে জালিমের দোসর
মুক্ত কর তাকে
দেখাও পথ সিরাতুল মুস্তাকিম
নিপীড়িত মানবাত্মা ডাকছে তোমায়
এসো এসো ফিরে এসো
স্বর্গের দ্বার হতে
পাঠাও সাম্যের সওগাত
সত্য সুন্দরের আবহায়াত
হে প্রিয় হযরত।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
