ফারহানা পারভীন জুঁই ।।
.
মাঝে মাঝে ইচ্ছে করে,
তোমার হৃদয়ের কথাগুলো যদি শুনতে পেতাম।
কি ভাবছো তুমি আমায় নিয়ে!
তোমার হৃদয়টা ও মেপে দেখতাম
ঠিক কতটা প্রেম, ঘৃণা আমার জন্য আছে।
.
আমার খুব শুনতে ইচ্ছে করে তোমার হার্টবিট
প্রতিটা বিটে কতটা হিংস্রতা নিয়ে আছ।
তোমার ভালোমানুষির আড়ালের রূপটা দেখব
ঠিক যেমন রোদের আড়ালে কালো মেঘ থাকে
হঠাৎ করেই সব দুমরে মুচরে দিয়ে যায়।
.
তেমনি তোমার মুখোশের আড়ালে,
ঠোঁটের কোণের পৈশাচিক হাসিটা দেখতে চাই।
তোমার হৃদয়টা যদি মাপতে পারতাম তবে
সত্যিটা জানতে পারতাম আমি।
.
আবার মনে হয়, না থাক দরকার নেই
চাইনা মেপে দেখতে চাইনা শুনতে
ঐ নোংরা মানসিকতার প্রতিচ্ছবি
আমার যে বড্ড কষ্ট হবে।
আড়ালেই থাকুক সব, আমি দেখবো না।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

অসাধারণ লিখেছেন আপু
অনবদ্য লেখনী।
মন ছুঁয়ে গেল কবি।
অসাধারণ কবি!!!
Wish you all the best 👍
অসাধারণ প্রকাশ
ভালো লাগলো