মৃত্যুকালীন চাওয়া

এস এম ফকরুল ইসলাম ।।
.
মৃত্যুকালে মুখে পানি দিতে গিয়ে কোনো জ্ঞানের দেখা পেলে,
পানি না দিয়ে মুখে জপে কালিমা- কানে দিও জ্ঞান ঢেলে।
হায়াত যদি না থাকে- পানি দিয়ে কি আর রাখা যাবে বাচিয়ে,
যদি বেচে উঠি জ্ঞান আসবে কাজে সারাজীবন
আপনে – পরে আপদে ও বিপদে।
.
জ্ঞান শক্তি, জ্ঞান মুক্তি, জ্ঞান আলো, জ্ঞানই সম্মান,
জ্ঞান অর্জন করো স্রষ্টার প্রথম ফরমান।
মনে নিয়ে পন তাই হও আগোয়ান
মানতে স্রষ্টার জ্ঞান অর্জনের মহান ফরমান।
.
নবী মোহাম্মদ (স.) করেছেন ইরশাদ
আবেদ ও আলেমের তফাত সমান দিন ও রাত।
উপকারী জ্ঞানে হই যদি জ্ঞানী,
সে মোতাবেক চললে সহজ হবে দুনিয়া,
পরপারে পাবো পরিত্রাণ জানি।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *