মৃত্যুকালীন চাওয়া

এস এম ফকরুল ইসলাম ।।
.
মৃত্যুকালে মুখে পানি দিতে গিয়ে কোনো জ্ঞানের দেখা পেলে,
পানি না দিয়ে মুখে জপে কালিমা- কানে দিও জ্ঞান ঢেলে।
হায়াত যদি না থাকে- পানি দিয়ে কি আর রাখা যাবে বাচিয়ে,
যদি বেচে উঠি জ্ঞান আসবে কাজে সারাজীবন
আপনে – পরে আপদে ও বিপদে।
.
জ্ঞান শক্তি, জ্ঞান মুক্তি, জ্ঞান আলো, জ্ঞানই সম্মান,
জ্ঞান অর্জন করো স্রষ্টার প্রথম ফরমান।
মনে নিয়ে পন তাই হও আগোয়ান
মানতে স্রষ্টার জ্ঞান অর্জনের মহান ফরমান।
.
নবী মোহাম্মদ (স.) করেছেন ইরশাদ
আবেদ ও আলেমের তফাত সমান দিন ও রাত।
উপকারী জ্ঞানে হই যদি জ্ঞানী,
সে মোতাবেক চললে সহজ হবে দুনিয়া,
পরপারে পাবো পরিত্রাণ জানি।

৯ comments

Leave a Reply to Hafizur Rahman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *