ইসরাত জাহান ফেরদৌস :
যখন আকাশে মেঘের ঘনঘটা
চারদিক আঁধারে ছেয়ে যায়,
রিমঝিম বর্ষায় চারদিকে নেয়ে যায়,
তোমায় মনে পরে প্রিয় খুব করে
এসেছিলে তুমি অবেলায়।
সত্যিকারে ভালোবাসনি তুমি
ভালোবাসার ভান করেছিলে,
হৃদয়ের জানালায় উঁকি মেরে
করেছিলে ক্ষত বিক্ষত মোরে।
শিখিয়েছিলে ভালোবাসার মানে,
ভাবনায়, চিন্তায় ,শয়নে ও স্বপনে
তুমি ছিলে মনে প্রাণে।
যখন কিছুই ভালো লাগতোনা অলস দুপুরে
হারিয়ে যেতাম তোমার গানের সুরে।
পেতাম তৃপ্তি ভালোবাসার পরশ হৃদয়ের গভীরে
যেন তুমি ছুয়ে আছ আমার সবটা জুড়ে।
হটাৎ তুমি হারিয়ে গেলে নিরবে নিঃশব্দে
কতটা নিঃস্ব করে।
আজো তোমায় খুজে ফিরি
নিরবতার অন্ধকারে।
ইসরাত জাহান ফেরদৌস
সহকারী শিক্ষক
বাঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রাজাপুর, ঝালকাঠি।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
