মেহেদী হাসান ||
যখন তুমি ছিলে,
তখন আমি জানতাম না
এখন তুমি থাকবেনা
তবু তোমার স্পন্দন আমি টের পাই,
দূরে আছি যদিও।
আচ্ছা সত্যিই কি দূরে আছি!
তখন কেমন থাকতে তুমি ভীষণ কাছাকাছি
আমারা কি দূরেই থাকবো পৃথিবীতে?
এই দূরত্ব থেকে নিস্তার নেই আমাদের?
এখন তুমি নেই
তবুও তুমি আছো
আমার মাঝে শুন্যতা
তুমি শুন্যতাতেই বাঁচো
বন্ধ দুয়ার অন্ধ ভীষণ
আমায় কেন দাওনি মন
মন তো দিতে পারতে
আমার জন্য মন উঠোনে
ভালোবাসা আঁকতে।
মেহেদী হাসান
মঠবাড়িয়া পিরোজপুর