যদি স্মৃতি ভ্রম হয়ে যায়

যদি স্মৃতি ভ্রম হয়ে যায়
ভুলে যাবো পুরানো সব স্বপ্ন গাঁথা
ফেলা আসা দিনের কথা।

যদি স্মৃতি ভ্রম হয়ে যায়
ভুলে যাবো পুরানো সব কারুকাজ
স্বপ্নের পদাবলী।

দেহের সাথে মনের থাকবেনা সখ্য
শুধু চোখের ফ্যালফ্যাল  চাহনি
নিয়ে কেটে যাবে বিমূর্ত সময়।

অথবা শিকল পড়ে চুপসে থাকবো
একাকী ঘরের কোণায়।

যদি স্মৃতি ভ্রম হয়ে যায়
একা একা পথে পথে কি জানি কি ভেবে
বিরবির করে কথা হবে রাতে বি-রাতে।

যদি স্মৃতি ভ্রম হয়ে যায়
ভালো কি মন্দের সুখের কিবা দুঃখের
থাকবে না কোন অনুভূতি।
অর্থহীন জীবন গড়াবে এখানে সেখানে।

তোমরা ক্ষমা করে দিও
ভুলের, অন্যায়ের, পাপের , হিংসা, অহংকারের
যদি স্মৃতি ভ্রম হয়ে যায়।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

২ comments

  1. মোঃ কামরুল ইসলাম শিমুল

    সুন্দর হয়েছে।

  2. সুন্দর লেখা, ভালো লাগলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *