মোঃ সুজন হাওলাদার জাকির :
যে মোর বুকে ব্যাথা দিয়ে গাহে অন্যের গান
রেখেছি তার জন্য আমার কচি প্রান।
যে মোরে কাদিয়েছে অন্যের লাগি
এ হৃদয় থাকতে বল কেমনে তারে ভুলি।
যে মোরে করলো প্রেমের ভিখারি
তার জন্য হৃদয় কাঁদে মোর দিবস রজনী।
গভীর রজনী যার জন্য জেগে প্রাণ
আমি যে গেয়ে যাবো এ ভুবনে শুধু তারই গান।
যে মোর বুকে দিয়েছে ব্যাথা
বানিয়েছে দুখের সাগর খানি
আমি যে তার জন্য রেখেছি ভালোবাসা
রেখেছি হৃদয় খানি।
যে মোরে দিয়েছে মুখ ভরা গালি
তার জন্য গেঁথেছি আমি
ভালোবাসার মাল্যখানি।
যে মোরে করেছে পর এ জগৎ ধারায়
আমি যে তারে করেছি আপন মনেরি কোঠায়।
যার অন্তর থেকে মোরে দিয়েছে কবর
রেখেছে অন্য কোনখানে
এ হৃদয় ভরে দিব আমি শুধু তারই গানে।
সে কি বুঝেনা কভু আমার মনের খবর?
না বুঝে দিতে চায় কেন আমাকে জ্যান্ত কবর।
যে বুঝেনা মনের খবর সে কি করে বলে মনের কথা
এ কথা শুনলে বলো কার না ধরে মাথা।
যে মোরে তুচ্ছ করে চলে গেলো দুরে
তাঁর জন্য এ কোমল হৃদয় যাচ্ছে কেবল পুরে।
মোঃ সুজন হাওলাদার জাকির।
পূর্ব পরমানন্দ সাহা (আলম মার্কেট)
উজিরপুর পৌরসভা, উজিরপুর, বরিশাল।