রূপ পিয়াসী গভীর মনে

হারুন আল রাশিদ ।।
.
মনটা আমার এই পৃথিবীর
সবুজমাখা ভূমি,
বিশাল মনের পরিধিকে
মাপতে কি চাও তুমি?
.
যায় না মাপা গজ-মিটারে
মনটা এতোই বড়,
মাপতে গেলে লাভ হবে না
চেষ্টা যতোই করো!
.
মনটা আমার দূর নীলাকাশ
সীমানাহীন জানি,
উদার হলো যার করুণায়
তার কাছে হার মানি।
.
সেই অসীমের কাছে আমি
প্রত্যহ হই নত,
হৃদয় ঢালা সিজদাতে রোজ
শুকায় মনের ক্ষত!
.
মনের জমিন-মনের আকাশ
হাজার রূপে ভরা,
স্বপ্ন যদি পুষতে পারি
আসবে কেনো খরা?
.
মুগ্ধ থাকি সারাটাক্ষণ
মহান প্রভুর দানে,
রূপ-পিয়াসী গভীর মনে
প্রেমের জোয়ার আনে।
.
তরিনো, ইতালি
০৭-০১-২০২০

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *