রোজা

জিল্লুর রহমান জিল্লু

রোজা রাখ
নামায পর
স্মরণ কর আল্লাহর নাম
রোযাদারের মুখের ঘ্রাণ
আল্লাহর কাছে
অনেক দাম।
ইবাদতের উত্তম সময়
পবিত্র এই রোযার মাস
সব কিছুতেই
সংযম থাক
নয় কোনো উপবাস।
মুখে রোযা, কাজে রোযা
রোযা বিরাজ সর্বময়
ধনী-গরির একই বিধান
বলছেতা আল-কোরআন।
দান-সদকায় অনেক নেকি
কোরআন পাঠে ফজিলত
এই মাসে সব কাজে
আছে শুধু বরকত
জান্নাতে খুলে যাবে
দরজা সকল
নিভে যাবে সকলের
দোজখ অনল
বেশি বেশি ক্ষমা চাও
আল্লাহর কাছে
মাফ করে দিবে আল্লাহ
যত গুনাহ আছে।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *