বিজন বেপারী :
শরৎ এলে শিউলি তল
ভরে ফুলে ফুলে,
নদীর তটে কাশের ফুলে
যাচ্ছে দুলে দুলে।
গাঁয়ের মেয়ে ভোর প্রভাতে
কুড়ায় দুহাত ভরে,
শুভ্র ফুলের মালা গাঁথে
ঠাকুর সাধন করে।
ঢাকে কাঠি ধূপের গন্ধে
বাজে পূজোর গান,
খোকা খুকির নতুন পোশাক
আহা! খুশির বান।
নীল গগনে শুভ্র মেঘের
পালকি চড়ে যাওয়া,
ঝুমঝুমাঝুম বৃষ্টি আসে
সেই জলেতে নাওয়া।
বিজন বেপারী
হাসপাতাল রোড, বরিশাল।
অসাধারণ!