শীতের কাঁকন

সাব্বির আলম বাবু
কুয়াশার ধুসর চাদর জড়িয়ে হে শীতের বুড়ি
কেনো তোমার কনকনে শীতল হাতের কাঁকন নাড়ো?
কখনো তোমাকে ছুঁয়ে বয়ে যায় নবান্নের ঘনঘটা,
চারিদিকে হৈ-হুল্লোড়ে চলে অগ্রহায়নের ধানকাটা।
.
আবার কখনো স্নেহময়ী মায়ের মতো
পীঠা-পায়েসের ঢালি সাজিয়ে ধরো মোদের সম্মুখে।
সোনালী ধানের মৌ মৌ গন্ধে ভরে দাও তুমি
কৃষানের গোলা, মুখের মধুর হাসি।
.
আবার কখনো তুমি মাতৃস্নেহে
ঢেকে দাও সবাইকে কুয়াশার চাদরে,
তোমার অভিমানের অতিশায্যে
ভারী গরম কাপড়, আগুনের উত্তাপ নিয়েও
রেহাই পায় না ‘পথশিশু’ নামক অবাঞ্ছিতরা।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

One comment

  1. চমৎকার লেখনী। শুভেচ্ছা জানাই কবি সাব্বির আলমকে। সেই সঙ্গে লেখক সৃষ্টির জন্য মুক্তবুলির সম্পাদক আযাদ আলাউদ্দিন ভাইকে হৃদয় গোলাপ শুভেচ্ছা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *