মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

শৈশবের পৌষ-পার্বণ

রবীন্দ্রনাথ মন্ডল 

মনে পড়ে আজ শৈশবকালে
পৌষ-পার্বণ এলে,
বসে থাকতাম মায়েরই কাছে
আর সব কাজ ফেলে।

হাট থেকে কেনা মাটির ছাঁচেতে
তৈরি পিঠার স্বাদ,
আহা কত মজা! খেয়েই বুঝেছি
স্বাদে নেই কোন খাঁদ।

সকাল থেকেই ঢেঁকির শব্দে
বাড়ি হতো মুখরিত,
হৃদয়ের মাঝে করতো যে ভীড়
আনন্দ অগনিত।

বিকেল বেলায় মা যখন এসে
বসতো চুলার কাছে,
ছাঁচখানি ধরে এগিয়ে দিতাম
বসে মায়েরই পাশে।

পিঠা খেতে বসে বেশ কাড়াকাড়ি
হতো দুই ভাই-বোনে,
মধুর সে স্মৃতি আজকের শুধু
ভেসে ওঠে এই মনে।

রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী শিক্ষক
শতদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঝালকাঠি সদর,ঝালকাঠি।

 

আরো পড়ুন

শিশু 

মো. এমরান তালুকদার।। আমি ছোট্ট শিশু- নামটি আমার মিশু। পড়ছি আমি অ, আ- শিখছি মায়ের ভাষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *