মারজান ইসলাম
শৈশব হাতছানি দিয়ে রোজ ডাকে
ধুলোময় খেলাঘর ওই শোন হাঁকে
কাগজের নৌকাতে কল্পনা ভাসে
তের নদী পাড়ি দেব এক নিঃশ্বাসে
সরষের ফুলে খুঁজি বন্ধুর হাসি
নিষ্পাপ স্বপ্নেরা যেন বানভাসি
স্মৃতি আজ কানামাছি, কাবাডির মাঠ
মকতবে সুরে সুরে হরফের পাঠ।
.
ঘাসফুল শিশিরের মাখামাখি ভোর
দোয়েলের শিস কাটে নিশীথের ঘোর
ঝুম বৃষ্টিতে নেমে কাক ভেজা হয়ে
মেহেদীর ঝারে মুখ ঢাকি ভয়ে ভয়ে
.
শৈশব ফিরে আসে উদাসীন মনে
উরু উরু ভাবনার মৃদু গুঞ্জনেে।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

মাসআল্লাহ্ অসাধারন।আল্লাহ্ লেখাটা কবুলে মানজুর কর ও লেখার ধার আরো বারিয়ে দাও,আরো শানিত করে দাও।
Wow MasaAllah joto pori mugdho hoe jai…lekhonir ato karisma dekhe.. Marjan sotti osadharon!