ষাটে পা রাখলেন সত্য সন্ধানী কবি মুস্তফা হাবীব

আযাদ আলাউদ্দীন ।।
ষাটে পা রাখলেন সত্য সন্ধানী কবি মুস্তফা হাবীব। তিনি ১৯৬৫ সালের পহেলা জানুয়ারি  বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা- মুনশি আবদুল লতিফ, মাতা- রেনু বেগম।
শিক্ষাঃ বি কম (অনার্স ), এম.কম, হিসাব বিজ্ঞান।  পেশা- শিক্ষকতা। আসল নাম সিরাজুল ইসলাম।
সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্যঃ
স্বপ্নের মুখোমুখি জীবন (কাব্য), একটু দাঁড়াও সুমিত্রা,’ (কাব্য), নিসর্গ রমণী (কাব্য ), একমুঠো স্বর্ণকমল    (কাব্য), নন্দিতার সেই চিঠি (কাব্য), যে ঠোঁটে বসন্তের সৌরভ (কাব্য), মন পবনের নৌকো (যৌথ কাব্য), আমি সেই কিংবদন্তী (কাব্য ), নীলমণিদের ঘুড়ি (কিশোর কাব্য), ডিজিটাল এই দেশে (ছড়াগ্রন্থ ), রূপম দেখবে আকাশ (কিশোরকাব্য), ময়ূর নীলিমা (গল্পগ্রন্থ ), বিধ্বস্ত বালিয়াড়ি (নাটক)। এইসব জলের নূপুর
(উপন্যাস)।
সম্পাদনা কাব্যসংকলন ঃ
ক. শান্তি ও সুন্দরের জন্য কবিতা।
খ . একশো শ্রেষ্ঠ প্রেমের কবিতা।
পুরস্কার ও সম্মাননাঃ
কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার, মাদার তেরেসা সম্মাননা,
অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, কবি জীবনানন্দ স্মৃতিপদক, বীরশ্রেষ্ঠ  জাহাঙ্গীর সম্মাননা, বিদ্যাপীঠ সাহিত্য সম্মাননা ও কবি সুফিয়া কামাল পুরস্কার এবং কবি সংসদ বাংলাদেশ পদক  লাভ করেন।
সম্পাদক: কবিতার ছোটকাগজ ত্রৈমাসিক ‘অরুণিম ‘ এবং বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত গীতিকার কবি মুস্তফা হাবীব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *