মুহাম্মদ নোমান।।
সংসার মানে দায়বদ্ধতা,
আবদার আছে যতো;
পূরণ করতে সকল কিছু,
ভিতর সত্তায় ক্ষত।
সংসার মানে দায়বদ্ধতা,
দায়িত্ব আছে শত;
ঠিক যেনো যুদ্ধের মতো,
লড়তে অবিরত।
সংসার মানে প্রশ্নবিদ্ধ,
প্রশ্ন ছুড়বে ততো!
যে যার মতো অবিরত,
চলবে ইচ্ছে মতো!
সংসার মানে কর্তা যিনি,
ধৈর্য আছে যতো;
সকল কিছু উজার করেও,
থাকতে হয় নতো।।
সংসার মানে গুছিয়ে রাখা,
ভালোবাসার মতো;
অটুট রাখতে সবার হাসি,
এমন কর্তা শত।