মোঃ সোয়েব মেজবাহউদ্দিন ।।
ঢাকার চিড়িয়াখানা টু কেরানীগঞ্জ রুটে চলাচলকারী দিশারী পরিবহনের এক চালক ও কাউন্টার মাস্টারের সততার নিদর্শন প্রমাণ করেছে এখনো সৎ লোক আমাদের সমাজে রয়েছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোঃ মুজিবর রহমান খান (রতন) গত ১৯ জানুয়ারি, ২০২৩ বৃহস্পতিবার দুপুরের গুলিস্থান থেকে শ্যামলী আসার জন্য দিশারী পরিবহনে বাসে উঠেন। বাসে উঠার কোন এক সময় তার কাঁধে থাকা অফিসিয়াল ব্যগটি হারিয়ে যায়। অফিসিয়িাল ব্যাগে তার গুরুত্বপূর্ন কাগজপত্র ও আইডি কার্ড ছিল। অনেক খুঁজেও তিনি তার ব্যগাটি পাননি। পরে নিরুপায় হয়ে বাস থেকে নেমে অফিসে চলে আসেন।
২০ জানুয়াররি শুক্রবার মোঃ রফিকুজ্জামান বকুল নামে এক লোক তাকে ফোন করে জানান যে, তার হারিয়ে যাওয়া একটি ব্যাগটি তার কাছে আছে। ২১ জানুয়ারি শনিবার দুপুরের মধ্যে মিরপুর চিড়িয়াখানা রোডের দিশারী বাস কাউন্টার থেকে ব্যাগটি সংগ্রহ করতে বলেন। মোঃ মুজিবর রহমান খান (রতন) সেদিন বেলা ১১ টায় ঢাকার মিরপুর চিড়িয়াখানা রোডের দিশারী বাস কাউন্টারে গিয়ে দিশারী বাস কাউন্টারের কাউন্টার মাস্টার মোঃ রফিকুজ্জামান বকুলের সাথে দেখা করে তার হারিয়ে যাওয়া অফিসিয়াল ব্যাগটি ফেরত পান। মোঃ মুজিবর রহমান খান (রতন) ব্যাগটি ফেরত পেয়ে বকুল সাহেবকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দিশারী পরিবহনের কাউন্টার মাস্টার মোঃ রফিকুজ্জামান বকুলের সাথে আলাপ কালে তিনি জানান, ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দিশারী পরিবহনের চালক মোঃ মাসুদুর রহমান তার বাসে এই ব্যাগটি কুড়িয়ে পেয়ে তার কাছে জমা দেয়। তিনি ব্যাগ খুলে অফিসিয়াল আইড কার্ড থেকে মোবাইল নম্বর পেয়ে মোবাইলে ফোন করেন। মোঃ রফিকুজ্জামান বকুল আরও জানান, ইতিপূর্বে এক মহিলার স্বর্নের চেইন পেয়েছিলেন বাসে, পরে ওই মহিলা দিশারী কাউন্টারে এলে আমরা স্বর্নের চেইনটি ফেরত দেই।