নিহার বিন্দু বিশ্বাস:
পৃথীবির সব রং এক কভু নয়
যার যতো রংঢং দেখাবে নিশ্চয় ;
কেউ ভালো কেউ মন্দ এই হয় দেশ
চলাবলা নেই ছন্দ,হবে নাহি শেষ।
আর ;কতো দেখা হবে?নাই মোর জানা!
রুচির বিরোধী তবে,আছে যতো মানা
দিনেদিনে আশাহত,ক্রমান্বয়ে হই
বাজেকাজে লোক রত,আমি কিন্তু নই।
সত্যের সাধক আমি,নাহি কিছু বুঝি
হৃদয় মাঝারে স্বামী,তোমা আমি খুঁজি ;
পুজিব মনের মতো তোমার চরণ
জগতের সত্য যতো করিব বরণ।
নিহার বিন্দু বিশ্বাস
কবি ও শিক্ষক
কৃতজ্ঞতা একরাশ